আজ প্যারিসের বিখ্যাত থিয়াত্র দ্যু শাতলে-তে হতে যাওয়া জমকালো অনুষ্ঠানে জানা যাবে কার হাতে উঠবে ২০২৫ সালের ব্যালন ডি’অর। ফুটবল বিশ্বের মৌসুম সেরাদের স্বীকৃতি দেওয়ার জন্য ফিফা কিংবা উয়েফার আলাদা পুরস্কার থাকলেও সম্মানের প্রশ্নে নির্দ্বিধায় শীর্ষে রাখা হয় ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল প্রবর্তিত এ পুরস্কারটিকে। ১৯৫৬ সালে শুরুর পর নানা বিবর্তন পেরোলেও যেকোনো ফুটবলারের কাছে এখনো সবচেয়ে আরাধ্য স্বীকৃতি এই ব্যালন ডি’অর। গত বছর ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে ওঠে এ পুরস্কার। তবে ইতিহাসে সবচেয়ে বেশি, রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। তারপরের নামটিই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর, তিনি জেতেন পাঁচবার। তিন কিংবদন্তি ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি ও মার্কো ফন বাস্তেন জিতেছেন তিনবার করে। আলফ্রেদো দি স্তেফানো, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কেভিন কিগান, কার্ল-হেইঞ্জ রুমেনিগে ও ব্রাজিলের রোনালদো দুবার...