পর্যাপ্ত শিক্ষার্থী পাচ্ছে না দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। যদিও কর্মসংস্থানে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ হওয়ায় ওই খাতে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। কিন্তু প্রতি বছরই দেশের ওসব টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর (টিএসসি) আসন শূন্য থাকছে প্রায় ৬২ শতাংশ। তারপরও দেশে টিএসসির সংখ্যা বাড়ছে। বিগত সরকারের সময় কারিগরি শিক্ষা খাতে বেশ কয়েকটি বড় প্রকল্প নেয়া হয়। তার মধ্যে ৪২৯টি উপজেলায় ৪২৯টি টিএসসি নির্মাণের দুটি প্রকল্প অন্যতম ছিল। তার মধ্যে একটি প্রকল্পে ১০০টি এবং আরেকটি প্রকল্পের অধীন ৩২৯টি প্রতিষ্ঠান নির্মাণ হচ্ছে। চলতি বছর পর্যন্ত সেগুলোর মধ্যে ৯১টি টিএসসিতে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। কিন্তু ওসব প্রতিষ্ঠানের শিক্ষকের পদ প্রায় ৫০ শতাংশ শূন্য। প্রয়োজনীয়সংখ্যক দক্ষ শিক্ষক ও প্রচারণার অভাবসহ বিভিন্ন কারণে ওই প্রতিষ্ঠানগুলো শিক্ষা কার্যক্রম শুরুর পর এখনো কোনো শিক্ষাবর্ষেই আসন সংখ্যা অনুযায়ী...