দুই লেনজুড়ে দাঁড়িয়ে থাকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও হকারদের দোকান। ফুটপাত দখল হওয়ায় সাধারণ মানুষ হাঁটারও সুযোগ পান না। এর ফলে প্রতিদিনই পুরো এলাকায় তীব্র যানজট তৈরি হয়। সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। জরুরি বিভাগে প্রবেশপথ ও হাসপাতালের চত্বর প্রায়ই অ্যাম্বুলেন্সের জটলায় অচল হয়ে পড়ে। এতে মুমূর্ষু রোগীদের দ্রুত চিকিৎসা পেতে মারাত্মক বিঘ্ন ঘটে। স্থানীয়দের অভিযোগ, দেরিতে হাসপাতালে পৌঁছানোর কারণে অনেক রোগীর শারীরিক অবস্থা জটিল হয়ে ওঠে, এমনকি জীবনের ঝুঁকি পর্যন্ত বাড়ে। পথচারীরা বলছেন, মানবিক কারণে হকারদের জায়গা দেওয়া হলেও এখন তারা পুরো রাস্তাই দখল করে রেখেছেন। স্থানীয়...