এশিয়া কাপ টি-টুয়েন্টিতে গ্রুপপর্বে ভারতের বিপক্ষে বড় পরাজয় দেখেছিল পাকিস্তান। সুপার ফোরে ফের দুদলের মুখোমুখিতে পাকিস্তান লড়াইটা জমালেও হার এড়াতে পারেনি। অভিষেক শর্মার ঝড়ো ইনিংসে ৬ উইকেটে হার দেখেছে সালমান আলি আগার দল। দারুণ সুপার ফোরপর্ব শুরু ভারতের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৭১ রান তোলে তারা। জবাবে নেমে ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত। রানতাড়ায় নেমে পাকিস্তান বোলারদের বিপক্ষে ঝড় তুলেছেন অভিষেক শর্মা ও শুভমন গিল। উদ্বোধনীতে ৫৯ বলে ১০৫ রান তোলেন দুজনে। ৮ চারে ২৮ বলে ৪৭ রানে গিল ফিরলে জুটি ভাঙে। পরের ওভারেই সূর্যকুমার যাদব ফেরেন খালি হাতে। ১২.২ ওভারে ১২৩ রানে অভিষেকের উইকেট হারায় ভারত। ৬ চার ও ৫ ছক্কায় এই ওপেনার...