২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে গত একদিনে সারাদেশে ১২ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরের সর্বোচ্চ। নিহত ১২ জনের মধ্যে ছয় জন পুরুষ এবং ছয়জন নারী। একই সময়ে রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৪০ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৯ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা ৪১৮৩১ জন। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগের ৭৭ জন, ঢাকা বিভাগে ১৪৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৫ জন, খুলনা...