২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম কেনিয়ার কেরিচো কাউন্টির সোইন ওয়ার্ডের কেবিমবির গ্রামে এক অভাবনীয় ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা আখক্ষেতে একটি আট মাস বয়সী শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন- যদিও তার মা দু’দিন আগেই মারা গিয়েছিলেন। ক্ষুধার্ত, দুর্বল কিন্তু তখনও শ্বাস নিচ্ছিল ছোট্ট ব্রাইটন। এত ছোট একটি শিশু একা বেঁচে থাকতে পারবে, তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছে। ডাক্তার কেলভিন কিপচিরচির উফা জানিয়েছেন, শিশুটিকে পাওয়া ছিল একেবারেই অলৌকিক ঘটনা। ব্রাইটনের মা দীর্ঘদিন ব্যক্তিগত সংকটে ভুগছিলেন এবং অবশেষে হতাশায় প্রাণ হারান। মায়ের মৃত্যুর শোক তখনও পরিবারের সদস্যদের ভোগাচ্ছিল, এর মধ্যেই তার সন্তান বেঁচে গেল ক্ষুধা, বনজন্তুর হুমকি আর খোলা আকাশের নিচে থাকার কষ্ট সত্ত্বেও। উদ্ধারের পর থেকে শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তাকে ঘিরে...