২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ এএম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে রোডম্যাপ অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের প্রস্তুতি ও যাবতীয় বিষয় নিয়ে ইসির সাথে আলোচনা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ সোমবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী টিম নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসবে। এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেছিলেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। এবারের নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে—এ প্রত্যাশা নিয়ে সেপ্টেম্বরে ইইউর বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে এসেছে। নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে ইইউ। গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে তারা সহায়তা করবে বলেও জানা গেছে।## চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এবার...