২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ এএম দেশের শেয়ারবাজারে আবারও অব্যাহত দরপতনের মধ্যে পড়েছে। এতে আবারও বাড়তে শুরু করেছে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা। দরপতনের সঙ্গে লেনদেনের গতিও কমতে শুরু করেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ভালো-মন্দ সব ধরনের কোম্পানির শেয়ারের ঢালাও দরপতন হওয়ায় মূল্যসূচকের বড় পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে এ বাজারেও মূল্যসূচকের বড় পতন হয়েছে। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস ঢালাও দরপতনসহ টানা তিন কার্যদিবস শেয়ারবাজাররে দরপতন হলো। আর শেষ ৯ কার্যদিবসের মধ্যে ৬ কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হলো। এর আগে গত...