২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম দেশের সব জায়গায় এবার দুর্গাপূজা নির্বিঘ্নে হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।গতকাল রোববার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, কোনো জায়গা ওই রকম ঝুঁঁকিপূর্ণ নেই। পূজা শুরু হবে আগামী ২৮ তারিখ থেকে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে ২৪ সেপ্টেম্বর থেকে। এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে ম-পে পূজা কমিটিগুলো সাতজন করে গার্ড রাখবে। এখন হয়তো দু-একটি জায়গায় ছোটখাটো ঘটনা ঘটছে। এখন আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয়নি, তাই তাদেরই (পূজা কমিটি) মূল দায়িত্ব এগুলো দেখা। এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবক পূজাম-পে মোতায়েন করবে। সব যদি ঠিকঠাক থাকে পূজাটা...