পিএইচডি ডিগ্রি অর্জনের মাস খানেকের মধ্যেই এবার নিজের প্রাক্তন ও প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত বক্তা হিসেবে হাজির হলেন ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা! উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ আয়োজিত ‘সুফিয়া কামাল সেমিনার সিরিজ’-এ ‘জেন্ডার, এডুকেশন এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ শীর্ষক আলোচনায় বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয় তাকে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। মিথিলা ফেসবুকে লিখেছেন, “আমার প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়া ছিল ভীষণ আনন্দের। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ‘সুফিয়া কামাল সেমিনার সিরিজ’-এ আমার পিএইচডি গবেষণার কিছু ফলাফল—যা ‘জেন্ডার এবং আর্লি চাইল্ডহুড এডুকেশন’ সম্পর্কিত—শেয়ার করার সুযোগ পেলাম।” শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে দারুণ অভিজ্ঞতা হয়েছে বলেও এসময় জানান তিনি। “তাঁদের অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর...