২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ এএম মাঠের বাইরে দুই দলের লড়াই যতই উত্তাপ ছড়াক না কেন, ২২ গজের লড়াইটা দিন দিন একপেশে হয়ে যাচ্ছে।শক্তিশালী ভারতের বিপক্ষে ক্রিকেটীয় লড়াইয়ে আগের মত সুবিধা করতে পারছে না পাকিস্তান।গ্রুপ পর্বের দেখায় চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বিদায় করতে পারেনি সালমান আগার।মাত্র ১৩০ রানের টার্গেট দিয়ে হেরেছিল ২৫ বল বাকি থাকতেই। সুপার ফোরেও নিয়তি পাল্টাতে পারেনি পাকিস্তান। এবার অবশ্য কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করেছে দলটি।রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম আগে ব্যাট করতে নেমে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর দিয়েছিল। তবে ওপেনিং জুটিতে অভিষেক-গিলের শতরানের ঝড়ো জুটি সেই লক্ষ্যকে মামুলি বানিয়ে দেয়। পরে দ্রুত কিছু উইকেট তুলে নিয়ে পাকিস্তান ম্যাচে ফেরা চেষ্টা করলেও সফল হয়নি।৭ বল বাকি থাকতে ছয় উইকেট হাতে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।...