চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আহরণ ২০ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। তবে জুলাই ও অগাস্টে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল, তা পূরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর। লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৬ হাজার ৫৭৭ কোটি টাকা পিছিয়ে থাকার তথ্য দিয়েছে কর আদায়ের এ সংস্থাটি। রোববার প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই ও অগাস্টে এনবিআর ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা রাজস্ব আহরণ করে। লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার ২৬ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায় হয় ৪৫ হাজার ৫ কোটি ১৬ লাখ টাকা। রাজনৈতিক ডামাডোলের কারণে গত অর্থবছরের প্রথম দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে; ধাক্কা খায় রাজস্ব আহরণও। একক মাস হিসেবে চলতি অর্থবছরের অগাস্টে রাজস্ব আহরণের প্রবৃদ্ধি হয় ১৭ দশমিক ৬৯ শতাংশ; এ সময় ২৭ হাজার...