বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক এবং কাউন্সিলর। তাদেরই একজন বিএনপি নেতা ইশরাক হোসেন বিসিবি ঘেরাওয়ের হুমকি দিয়েছেন। বলেছেন, নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে। রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক। তাদের দাবি কাউন্সিলর মনোনয়নে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্বেচ্ছাচারিতা ও সরকারি হস্তক্ষেপ রয়েছে। তামিম বলেছেন, ‘বিসিবির সুষ্ঠু নির্বাচন হোক। এখানে সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে কাউন্সিলরশিপ নিয়ে পরিবর্তন মেনে নেয়া হবে না।’ ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের হয়ে বিসিবির কাউন্সিলর পদ পেয়েছেন ইশরাক হোসেন। কোনো রাখঢাক না রেখে কঠিন প্রতিবাদের হুমকি দিয়ে রাখলেন তিনি। বলেছেন, ‘বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ স্পষ্ট। সরকার নিরপেক্ষ নয়, বরং নানাভাবে...