বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ও আলোচিত অপরাধ। প্রায় এক দশক পেরিয়ে গেলেও এখনও পুরো অর্থ দেশে ফেরত আসেনি। তবে সাম্প্রতিক সময়ে আদালতের রায় ও ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) ৮১ মিলিয়ন (৮ কোটি ১০ লাখ) ডলার বাজেয়াপ্তের প্রক্রিয়া নতুন করে আশা জাগাচ্ছে। যদিও চুরি হওয়া রিজার্ভের আর্থিক পরিমাণ সীমিত, তবে মনস্তাত্ত্বিক ও কৌশলগত দিক থেকে এর তাৎপর্য বিশাল। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা মনে করি, রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনে (আরসিবিসি) রাখা ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত হওয়ার মধ্য দিয়ে পুরো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আরও একধাপ এগিয়েছে।” তিনি আরও বলেন, “আমাদের দেশ থেকে যাওয়া সম্পদ সে দেশে বাজেয়াপ্ত হওয়া মানেই এটি তাদের সম্পদ নয়।...