তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা… গানের সাথে নাচলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সুপারষ্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার সবচেয়ে জনপ্রিয় আইটেম সংটির সাথে নাচেন হানিয়া আমির। শনিবার ২০ সেপ্টেম্বট সানসিল্কের আয়োজনে ঢাকার এক বিলাসবহুল পাঁচতারকা হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন হানিয়া। মঞ্চে তুফানের গানটি গেয়ে শোনান এই গানের কন্ঠ শিল্পী প্রিতম হাসান। তার গানের সাথে ড্যান্সে অংশ নেন হানিয়া আমির। এসময় তার পড়নে ছিলো শাড়ী। মিষ্টি হাসিতে উপস্থিত দর্শকদের মাতান তিনি। এসময় দর্শকরা হর্ষধ্বনিতে মাতিয়ে তুলেন অনুষ্ঠানস্থল। স্বাগত জানান তার পারফরম্যান্স। প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তার...