আর্লিং হলান্ডের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর জয়ের পথেই ছিল ম্যানচেস্টার সিটি। আর্সেনালের আক্রমণগুলো ঠেকিয়ে দিচ্ছিল দলটির জমাট রক্ষণ। কিন্তু যোগ করা সময়ে দুর্দান্ত ফিনিশিংয়ে তাদের সব প্রতিরোধ ভেঙে দিলেন গাব্রিয়েল মার্তিনেল্লি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শেষের গোলে হার এড়াল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার শিরোপা প্রত্যাশী দুই দলের জমজমাট লড়াই শেষ হয়েছে ১-১ সমতায়। ৫ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী লিভারপুল। সমান ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্সেনাল। তাদের সমান পয়েন্ট টটেনহ্যাম হটস্পার ও বোর্নমাউথেরও। ৫ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে সিটি। গত মৌসুমে বাজে ফলের পর এবারও ভুগছে পেপ গুয়ার্দিওলার দল। ঘরের মাঠে প্রায় ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের...