চট্টগ্রাম:উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের প্রার্থীরা। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ উপলক্ষে সর্বস্তরের ব্যবসায়ী প্রতিনিধিদের মিলনমেলা বসেছিল।চারটি গ্রুপে ২৪ পরিচালক পদে ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা না হলেও ভোটারদের ধারণা কমপক্ষে দুইটি প্যানেল হবে এবারের নির্বাচনে।তিনটি প্যানেল হলেও অবাক হওয়ার কিছু নেই। গত ১১ আগস্ট চিটাগাং চেম্বারের ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন-১) কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড। আগামী ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে। এর মধ্যে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন...