আবাসন খাতে ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬’ স্বীকৃতি পেয়েছে শান্তা হোল্ডিংস। রোববার শান্তা হোল্ডিংসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কোম্পানিটি বলছে, “চতুর্থবারের মতো এ স্বীকৃতি অর্জনের মাধ্যমে শান্তা হোল্ডিংস আবারও দেশের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ডগুলোর কাতারে নিজের অবস্থান সুদৃঢ় করেছে।” ‘সুপারব্র্যান্ডস’ হলো একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যা দীর্ঘস্থায়ী প্রভাব, ভোক্তা আস্থা ও বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে ব্র্যান্ডকে স্বীকৃতি দিয়ে থাকে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। শান্তা হোল্ডিংস এর আগে ২০১৮-১৯, ২০২০-২১ ও ২০২৩-২৪ সালে এ স্বীকৃতি অর্জন করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দুই দশকে শান্তা হোল্ডিংস তাদের আইকনিক প্রকল্পের মাধ্যমে ঢাকার আকাশরেখা বদলে দিয়েছে। আধুনিক নকশা, টেকসই নির্মাণ, মানসম্মত কাজ এবং উন্নত জীবনযাপনের প্রতিশ্রুতি—এসবের সমন্বয়ে প্রতিটি প্রকল্প আলাদা পরিচিতি তৈরি করেছে। আবাসিক হোক বা বাণিজ্যিক,...