কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য পর্যায়ক্রমে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর এক ভিডিও বিবৃতিতে সরাসরি এর প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওতে তিনি বলেন, “২০২৩ সালের ৭ অক্টোবরে ভয়াবহ হত্যাযজ্ঞের পর যে নেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন, তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা- আপনারা সন্ত্রাসবাদকে এক বিশাল পুরস্কারে পুরষ্কৃত করছেন।” “আপনাদের জন্য আমার আরও একটি বার্তা আছে। তা হল: এটি (ফিলিস্তিন রাষ্ট্র) কখনও ঘটবে না। জর্ডান নদীর পশ্চিম তীরে একটি ফিলিস্তিন রাষ্ট্র কখনও প্রতিষ্ঠা পাবে না।” নেতানিয়াহু বলেন, বহু বছর ধরে চাপের মুখে তিনি ‘একটি সন্ত্রাসী রাষ্ট্র’ প্রতিষ্ঠা পাওয়াকে ঠেকিয়ে রেখেছেন। তিনি বলেন, “বাস্তবে আমরা জুডিয়া (জেরুজালেমের শহর) এবং সামারিয়ায় (পশ্চিম তীরের নাবলুসের কাছের শহর) ইহুদি বসতি দ্বিগুন করেছি। আমরা বসতি সম্প্রসারণ করে যাব।” নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের অন্যান্য...