২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম রাজনীতিতে, সরকারে, শাসনে অনেকের কাজ করে স্বেচ্ছাচার হওয়ার মোহ। কেউ বলে কয়ে স্বেচ্ছাচার-স্বৈরাচার হয় না। একা একাও কেউ তা হতে পারে না। এ প্রশ্নে একজন শেখ হাসিনাও নিজে নিজে স্বৈরাচার হননি। তাকে স্বৈরাচার হয়ে উঠতে অনেকেরই অবদান রয়েছে। এ কাজে তার সহযোগী-সহকর্মী আলোচিত বহুজন। রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, পুলিশসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনরা ‘যুগান্তকারী’ ভূমিকা রেখেছেন। এ থেকে বিশিষ্ট আলেম-ওলামাও বাদ যাননি। শেখ হাসিনার সব কাজেই বাতাস দিয়েছেন এসব বিশিষ্টজন। সবসময় বলেছেন, আপনিই সঠিক। আপনার উপরে কেউ নেই, কেউ এতো বোঝে না। প্রথমত আমরা আপনাকে চাই, দ্বিতীয়ত আমরা আপনাকে চাই এবং শেষ পর্যন্ত আমরা আপনাকে চাই, জীবনে-মরণে আমরা আপনাকেই চাই। গোটা জাতিও আপনার বিকল্প দেখে না। আপনি ছাড়া...