অ্যাকোয়াম্যানের অভিনেত্রী অম্বর হার্ড বলেছেন, ‘আমার জন্ম টেক্সাসের অস্টিনে। এক ধার্মিক পরিবারে আমার বেড়ে ওঠা। আমার বাবা এসব দিক দিয়ে খুবই কড়া ছিলেন। আমি বেশি কথা বলতে ভালোবাসি, আমি নিরামিশাশি এবং হ্যাঁ আমি সোজা বাংলায় উভকামী। অর্থাৎ আমি ছেলে এবং মেয়েদের প্রতি শারীরিক ও মানসিক এই দুভাবেই আকৃষ্ট। আর আমার প্রথম প্রেমিকা ছিল, প্রেমিক নয়।’ তিনি বলেন, ,প্রথম যখন আমি একটি মেয়েকে প্রেম নিবেদন করেছিলাম সে কিন্তু আমায় ফিরিয়ে দিয়েছিল। কারণ তার পরিবার আমাকে মেনে নেয়নি। তারপর আমি প্রচুর কান্নাকাটি করেছিলাম। কিন্তু আমি বাইরে কোনও রকম খারাপ ব্যবহার...