২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় (দক্ষ কর্মী ভিসা) বাড়তি ফি আরোপে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রশাসন তাদের আশঙ্কার দিকটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে আশা প্রকাশ করে ভারত জানিয়েছে, নতুন সিদ্ধান্তের প্রভাব তারা সতর্কতার সঙ্গে খতিয়ে দেখছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শনিবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মার্কিন এইচ-১বি ভিসা প্রোগ্রামে প্রস্তাবিত সীমাবদ্ধতা নিয়ে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে, সরকার তা লক্ষ্য করেছে। বিষয়টির পূর্ণ প্রভাব সংশ্লিষ্ট খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যেই একটি প্রাথমিক বিশ্লেষণ প্রকাশ করা হয়েছে। এইচ-১বি ভিসার আওতায় মার্কিন প্রতিষ্ঠানগুলো বিদেশি বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মী-যেমন বিজ্ঞানী, প্রকৌশলী ও কম্পিউটার প্রোগ্রামার-নিয়োগ করতে পারে। প্রথমে ভিসার মেয়াদ থাকে তিন বছর, যা পরে বাড়িয়ে ছয় বছর করা...