২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম নতুন সূচী অনুযায়ী আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড -বিসিবির নির্বাচন। ইতোমধ্যেই নির্বাচন নিয়ে উত্তপ্ত ক্রিকেটাঙ্গন। বিসিবি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতার অপব্যবহার করছে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এমন অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গতকাল ঢাকার স্থানীয় একটি হোটেলে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ঢাকার ক্লাব সংগঠকদের আয়োজনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নির্বাচনে জেলা ও বিভাগের কাউন্সিলরদের নাম পরিবর্তনের বিষয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সরাসরি হস্তক্ষেপের বিষয়ে কঠোর সমালোচনা করে তামিম বলেন, জেলা ও বিভাগ থেকে ইতোমধ্যেই কাউন্সিলরদের নাম পাঠিয়েছে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার। কিন্তু সেইসব কাউন্সিলরদের নাম বাদ দিয়ে অ্যাডহক কমিটি থেকে নাম পাঠানোর জন্য লিখিত চিঠি...