গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তি গাজীপুর মহানগরের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক যুগ্ম সদস্য সচিব মো. শাহাদাত হোসেন সাকিবকে (২৫) দল থেকে বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় গাছা থানা নেতাকর্মীরা। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরীর গাছা থানা এলাকার বোর্ডবাজার ঢাকা ব্যাংকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে একই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুর, মামলা বাণিজ্য, কাশেম হত্যাকাণ্ড, আহতদের নামে মোটা অংকের টাকা বিভিন্ন মহল থেকে উত্তোলন করে আত্মসাৎসহ কারখানার ঝুট বাণিজ্য অবৈধ পন্থায় নিয়ন্ত্রণসহ নানা অভিযোগ করেন তারা। বক্তারা আরও বলেন, বিভিন্ন অভিযোগের...