এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর রোমাঞ্চর কর লড়াইয়ে টস জিতে ভারত। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয় পাকিস্তান। এরপর ভারত একের পর এক ক্যাচ মিস করে। এই সুবাদে ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে পাকিস্তান। খেলার এমন অবস্থা দেখে মনে হয়েছিল পাকিস্তানের স্কোর দুইশো ছাড়িয়ে যাবে। কিন্তু এরপর ভারতীয় বোলিংয়ের তোপের মুখে পড়ে সেভাবে রান করতে পারেনি পাকিস্তান। শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ৮০ রান। টি-টোয়েন্টি এই ম্যাচে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান করে ১৭১ রান। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১২০ বলে ১৭২ রান। সমীকরণ বলছে আজ ভারত জিতবে। কারণ ২০১৮ সালের পর থেকে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে রাতে...