নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন বলেন, ফ্যাসিস্ট আমলে সার কারখানার যে ট্রাকস্ট্যান্ড আছে, ওই ট্রাকস্ট্যান্ড থেকে চাঁদা নিত ১০০-১৫০ টাকা। বর্তমানে প্রতিটি ট্রাককে দিতে হয় ৬শ টাকা। এই টাকা যায় কোথায়, এই টাকা কি সরকার উঠায়, নাকি ফ্যাক্টরি উঠায়। এই টাকা কে উঠায়? জমা দেয় কার কাছে? এটা এ দেশের মানুষ জানে। তিনি বলেন, আগে পলাশ বাসস্ট্যান্ড ও ঘোড়াশাল বাসস্ট্যান্ডে চলন্ত সড়কে ট্রাক দাঁড় করিয়ে নিত ২০-৩০ টাকা, এখন নেওয়া হচ্ছে ১০০ টাকা। মাসে ৭০ হাজার টাকা অবৈধভাবে উত্তোলন করা হয়, এখানে কোনো ইজারা নাই। রোববার (২১ আগস্ট) বিকালে পলাশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দাঁড়িপাল্লা সমর্থক ফোরাম কর্তৃক আয়োজিত সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসাইন এসব কথা বলেন। তিনি আরও বলেন, ফ্যাক্টরির মালিকরা এখন...