সিলেটের স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদের (১৯) মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে সহপাঠীরা বিক্ষোভ করেছে রোববার। শাহী ঈদগাহ শাখা ক্যাম্পাসে অবস্থান নিয়ে তারা কর্মসূচি পালন এবং ১০ দফা দাবি উত্থাপন করে। এ সময় তারা দায়ীদের শাস্তি ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে- আজমানের মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিত করা, উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরীর পদত্যাগ, শ্রেণিশিক্ষক শামীম হোসেন ও জ্যেষ্ঠ শিক্ষক তাইবার অপসারণ, শিক্ষার্থীদের হেনস্তা বন্ধ, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, কলেজের নোটিশ বোর্ডে বিবৃতি প্রকাশ, অভিভাবকের সঙ্গে অসদাচরণ বন্ধ করে শিক্ষার্থীবান্ধব নীতি গ্রহণ, পরীক্ষার রুটিন তৈরিতে শিক্ষার্থীদের মতামত প্রতিফলন, শিক্ষকদের ব্যক্তিগত আক্রোশ বন্ধ এবং ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের ব্যবস্থা। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শনিবার প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তি দিয়ে রোববার সব...