২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বিগত ফ্যাসিস্ট সরকারের সাড়ে ১৫ বছরে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির মহোৎসব হয়েছে। কোনো ক্ষেত্রেই নিয়ম-বিধি অনুসরণ করা হয়নি। সরকারি অর্থ-সম্পদের বেশুমার লুটপাট হয়েছে। দুর্নীতি ও লুটের অর্থ অবাধে পাচার হয়েছে। দ্য ফিনান্সিয়াল টাইমসের মতে, সাড়ে ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। পত্রিকাটি এই পাচারকে দিনের আলোয় চুরি বলে অভিহিত করেছে। স্বৈরাচার শেখ হাসিনা, তার পরিবার-পরিজন, দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের একটি শ্রেণি যাবতীয় দুর্নীতি, লুণ্ঠন ও পাচারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এই মাফিয়াদের সহযোগী হিসাবে ভূমিকা রাখে প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, যারা দলবাজ হিসাবে কুখ্যাত। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার উৎখাত হয়েছে। পরিবারের সদস্যসহ আত্মীয়-স্বজন নিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন। মন্ত্রী-এমপিরাও পলাতক বা লাপাত্তা। সহযোগী ব্যবসায়ীদের অনেকে পলাতক, কেউ...