গত ১৪ সেপ্টেম্বর জেরুজালেমের পবিত্র স্থানে ২ হাজার বছর পুরনো পশ্চিম প্রাচীরের বিশাল পাথরগুলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দেখানোর পর বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করলেন, তাদের দুই দেশের জোট ‘তেমন শক্তিশালী ও টেকসই, যেমন শক্ত পাথরগুলো…আমরা মাত্র ছুঁয়েছি’। কিন্তু দুর্ভাগ্যবশত, তিনি ভুল। গাজা যুদ্ধে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়া ইসরায়েল আগের চেয়ে আমেরিকার ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে উঠেছে। চলমান জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে পুরনো বন্ধুরা—অস্ট্রেলিয়া, ব্রিটেন, ও কানাডা—ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি দেওয়ার অপেক্ষায় আছে ফ্রান্স। যদিও পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ বাস্তব রাষ্ট্র প্রতিষ্ঠাকে আরও অসম্ভব করে তুলছে। আমেরিকা ছাড়া আর কোনো শক্তি নেই যে ইসরায়েলকে ‘প্যারিয়া স্ট্যাটাস’ থেকে রক্ষা করছে। এই অবস্থান বজায় থাকলে কূটনৈতিক, আইনগত ও সামরিক নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে ইসরায়েল। যদিও নেতানিয়াহু অবলীলায় আশ্বাস...