২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ইসরাইলের গাজা অভিযানের ইস্যু আবারও আন্তর্জাতিক আদালতের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় নতুন পক্ষ হিসেবে যোগ দিয়েছে ব্রাজিল। মামলায় অভিযোগ রয়েছে, ইসরাইল গাজায় ‘জাতিগত নিধন’ চালাচ্ছে। শুক্রবার ব্রাজিল আইসিজে-কে জানায়, তারা আদালতের বিধির ৬৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মামলায় অন্তর্ভুক্ত হতে চায়। এ অনুচ্ছেদ অনুযায়ী, জাতিসংঘের যেকোনো সদস্য রাষ্ট্র এমন কোনো মামলায় অংশ নিতে পারে, যা তাদের জন্যও প্রযোজ্য চুক্তির ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত। ব্রাজিলের দাবি, ইসরাইল ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করছে। আইসিজে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা ও ইসরাইলকে আমন্ত্রণ জানানো হয়েছে যাতে তারা ব্রাজিলের অন্তর্ভুক্তি বিষয়ে লিখিত মন্তব্য জমা দিতে পারে। এর আগে গত জুলাইয়ে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়...