২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ‘বিশ্বাসে মেলায় বস্তু... বহুদূর’- এশিয়া কাপে সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ম্যাচের দুটো বিষয় জানা থাকলেই আপনি কথাটির স্বার্থকতা মেলাতে পারবেন। এক. সাইফ হাসানের ঠা-া মাথার টানা চার ছক্কা, দুই. রান আউট থেকে বাঁচতে শামী হোসেন পাটোয়ারীর মরনপণ ঝাঁপ। ম্যাচটি দেখে থাকলে আপনাকে বলতেই হবে ‘যোগ্য দল হিসেবেই জিতেছে বাংলাদেশ’। হ্যাঁ, যে দলটির আশির্বাদপুষ্ট হয়ে সুপার ফোরে ঠাঁই মিলেছে সেই শ্রীলঙ্কাকে হারিয়েই ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে লিটন কুমার দাসের দল। গতপরশু রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে টাইগারদের জয়টি ৪ উইকেটের।তবে কোনো রোমাঞ্চ ছাড়া এতো সহজেই তো আর ‘লঙ্কা-বাংলা টক্কার’ পরিণতি পেতে পারে না! শেষ ওভারের প্রথম বলটি যখন পুল করে বাউন্ডারিতে পাঠালেন জাকের আলি, উল্লাসে...