২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। গতকালের এ সিদ্ধান্ত পশ্চিমা নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র থেকে দূরে সরে যাওয়ার পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। আশা করা হচ্ছে, আরো কয়েকটি ইউরোপীয় দেশ ও যুক্তরাষ্ট্রের মিত্ররাও এ সপ্তাহেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার এক বিবৃতিতে বলেন, ‘আজ আমরা ফিলিস্তিনি ও ইসরাইলিদের শান্তির আশা পুনরুজ্জীবিত করতে এবং দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি’।কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গতকাল এর কিছুক্ষণ আগে প্রথম জি-৭ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেন। তিনি বলেন, ‘ফিলিস্তিন ও ইসরাইল-উভয় রাষ্ট্রের জন্যই আমরা একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ চাই’। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও একইদিনে ফিলিস্তিনকে ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র’...