২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস নিউইয়র্কের স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর বিকেলে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে থেকে হোটেলে গিয়ে সামান্য বিশ্রাম নেয়ার পরই তিনটি মিটিংয়ে অংশগ্রহণ করবেন তিনি। তবে কি কি বিষয় নিয়ে মিটিং করবেন তা এখনো জানা যায়নি। স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর বিকেলে শুরু হওয়া ব্যস্ততা শেষ হবে আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক সম্মেলনের মধ্য দিয়ে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, প্রথম দিনেই প্রধান উপদেষ্টা ব্যস্ত সময় পার করবেন। দেশের অর্থনীতি, গণতন্ত্র, রোহিঙ্গা সমস্যাসমূহ এবারের মিটিংগুলোতে গুরুত্ব পাবে। এদিকে, প্রধান উপদেষ্টার নিউইয়র্কে আগমন উপলক্ষে বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি এবং জামায়াতের...