রিজার্ভের ওপর চাপ কমাতে ও ডলারের সংকট নিরসন এবং সরকারি ক্রয় প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতার জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে সরকার। অবশ্য নিরুৎসাহিত করা সরকারি পরিপত্র প্রতিপালনের উল্লেখযোগ্য দৃষ্টান্ত দেখাতে পারছেন না সরকারি কর্মকর্তারা। পাশাপাশি ভ্রমণ বিলাসের বৈধতা দিতে বিদেশ ভ্রমণের শর্ত রেখেই চুক্তি করা হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে। ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে জন্য যেমন রয়েছে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস তেমন জাতীয় রাজস্ব বোর্ড-এর কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে জন্য রয়েছে দেশি প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত “ডেটা সেন্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিপোর্টিং” শীর্ষক একটি প্রশিক্ষণে অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের কয়েকজন কর্মকর্তা। এই সফর দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা জাতিয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীসহ অর্থ মন্ত্রণালয়ের...