সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল ম্যান ইন ব্লুরা। এদিন ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান, একটা সময় মনে হচ্ছিল বড় পুঁজি পাবে। কিন্তু মাঠে খেইয়ে হারিয়ে ফেলে ম্যান ইন গ্রিনরা। তবে শেষের দিকে লড়াই করে ভারতকে ১৭২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে পাকিস্তান।রোববার (২১ সেপ্টেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন ফখর জামান। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ১৫ রান করে হার্দিকের বলে ক্যাচ আউট হয়েছেন ফখর। হার্দিকের আউট সুইং বল কাট করতে গিয়ে স্যামসনের হাতে ক্যাচ তুলে দেন তিনি।তিনে ব্যাট করে এসে শুরুতে বরুণের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন সাইম আইয়ুব, কিন্তু তা তালুবদ্ধ করতে পারেননি কুলদ্বীপ যাদব। অপর প্রান্ত থেকে ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন ওপেনার সাহিবজাদা ফারহান। দুজনের...