বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ ত্বরান্বিত করার লক্ষ্যে অনতিবিলম্বে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)।আজ রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আকরাম খাঁ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে মোঃ সাইদুর রহমান সরকার, আহ্বায়ক, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এবং মোঃ রেজাউর করিম লিটন, সদস্য সচিব, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সহ শিক্ষক এবং সংগঠকরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনের মূল বক্তব্যে তারা বলেন, শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ এর ছাত্র জনতার আন্দোলনে আত্মাহুতি দান কারী সকল বীর শহীদদের। বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) একটি প্রাচীন শিক্ষক সংগঠন। শিক্ষকদের চাকুরি জাতীয়করণ, আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য বিভিন্ন দাবী দাওয়া নিয়ে এই...