শ্রীলঙ্কায় চলছে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের আসর। নেপালকে উড়িয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ধারেভারে পিছিয়ে থাকা স্বাগতিকরাও সুযোগ পায়নি বাংলাদেশের সামনে। তাদের উড়িয়ে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। রোববার (২১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করেছেন রিফাত কাজী। একটি গোল এসেছে মোহাম্মদ আরিফের পা থেকে। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে বাংলাদেশ। ফুটবলে শ্রীলঙ্কার চেয়ে বেশ খানিকটা এগিয়ে বাংলাদেশ। মাঠের খেলায়ও সেটাই দেখা গেল। প্রথমার্ধের অধিকাংশ সময় নিজেদের পায়ে বল রেখে ক্ষণে ক্ষণে ভীতি ছড়িয়েছে শ্রীলঙ্কার বক্সে। যদিও এই অর্ধে মাত্র একটি গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। ১৮ মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন মোহাম্মদ আরিফ। বিরতি থেকে ফিরে...