নোয়াখালী সদর হাসপাতাল ও নোয়াখালী মেডিকেল কলেজের দুই চিকিৎসকের বিরুদ্ধে দীর্ঘ এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকে নিকটবর্তী প্রাইভেট হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগ উঠেছে। স্বাস্থ্য উপদেষ্টার কাছে দেওয়া অভিযোগে বলা হয়েছে, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের কনসালটেন্ট ডা. সোহানা শিকদার মূলত গাইনী অ্যান্ড অবস বিষয়ে ডিজিও ও এফসিপিএস ডিগ্রিধারী। জুনিয়র কনসালটেন্ট গাইনী অ্যান্ড অবস পদ খালি থাকা সত্ত্বেও তিনি প্যাথলজি বিভাগে পোস্টিং নিয়েছেন। অভিযোগকারীর দাবি, গাইনী বিভাগে পদায়ন হলে তাকে রোগী দেখা ও অপারেশনে অংশ নিতে হতো, যা তিনি এড়াতে চান। অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত এক বছর ধরে তিনি নোয়াখালী সদর হাসপাতালে নিয়মিত আসেননি। এক ভুক্তভোগী রোগী সালমা আক্তারের দাবি, তিনি এক সপ্তাহ ধরে বহির্বিভাগের টিকিট কেটে হাসপাতালে খুঁজেও ডা. সোহানাকে পাননি। পরে...