আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের বিষয়কে ঘিরে ক্রিকেট অঙ্গনে উত্তেজনা বাড়ছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তামিম ইকবালসহ কয়েকজন ক্রিকেট সংগঠক অভিযোগ করেন, দায়িত্বশীল মহল—বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা জেলার ও বিভাগীয় কাউন্সিলরের মনোনয়ন প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত চাপ প্রয়োগ করছেন।সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, “বিসিবির সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই। এখানে কোনো সরকারি হস্তক্ষেপ কাম্য নয়। নির্বাচনের আগে কাউন্সিলরশিপ নিয়ে যে কোনো ধরনের পরিবর্তন মেনে নেওয়া হবে না।” তিনি দাবি করেন, সাংগঠনিক ক্ষমতা অপব্যবহার করে নির্বাচনী প্রভাব খাটানো হচ্ছে।ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের হয়ে কাউন্সিলর পদ পাওয়া বিএনপি নেতা ইশরাক হোসেন আরও কড়া মেজাজ দেখিয়ে বলেন, “বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ বন্ধ না হলে...