নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অষ্টম শ্রেণির দুই স্কুলছাত্রকে স্কুলের লোহার কেঁচি গেটের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ডুমরাই সমজানপাড়া গ্রামে চাঁদপুর রফাতুল্লাহ সোনার উচ্চ বিদ্যালয়ে শনিবার ঘটনাটি ঘটলেও তা রোববার জানাজানি হয়। ভুক্তভোগী শিক্ষার্থীদের নাম মো. আবু তালহা শাফিন (১৪) ও জয় আহম্মেদ (১৪)। শাফিন ডুমরাই সমজানপাড়া গ্রামের এবং জয় কামারপাড়া গ্রামের বাসিন্দা। তারা উভয়েই একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। এদের মধ্যে শাফিনকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে শাফিনের বাবা তার ছেলেকে নির্যাতনের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় শনিবার সকালে খেলার জন্য মাঠে যায় শাফিন। এ সময় বিদ্যালয়টির নৈশপ্রহরী মো. লতিফ সোনার (৪৫) এবং স্থানীয় মো. হাবিল সোনার (২৮) তাকে স্কুলের কেঁচি গেটের সঙ্গে নাইলনের দড়ি দিয়ে...