২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যেকোনো ‘পুনর্বহাল’ করা নিষেধাজ্ঞা মোকাবিলার মতো প্রস্তুতি তেহরানের আছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে পেজেশকিয়ান আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে না নেওয়ার পর, তথাকথিত ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে যদি আবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তবুও ইরান তা অতিক্রম করতে সক্ষম হবে। ‘স্ন্যাপব্যাক’ হলো আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘিত হলে পূর্বের নিষেধাজ্ঞাগুলো স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হওয়া। পেজেশকিয়ান বলেন, ‘স্ন্যাপব্যাক’ দিয়ে তারা পথ বন্ধ করে দেয়। কিন্তু মনে রাখতে হবে, মস্তিষ্ক ও চিন্তাধারা তা খুলে দেয় বা নতুন পথ তৈরি করে। প্রসঙ্গত, ‘স্ন্যাপব্যাক’ বলতে কোনো কিছু হঠাৎ পুনরায় ফিরে আসা বা শুরু করাকে বোঝায়। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা আমাদের থামাতে পারবে না। তারা...