২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম গত শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্র্যাব আয়োজিত সাংস্কৃতিক সংকট : উত্তরণের উপায় শীর্ষক আলোচনাসভা ও ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত হয়। ট্র্যাবের সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক স¤পাদক এরফানুল হক নাহিদ, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার ছটকু আহমেদ, অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী ফারজানা ছবি, সংগীতশিল্পী নাদিয়া ডোরা, সঙ্গীতশিল্পী সুমন, শারমিন আহমেদ মিন্নী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কাদের গনি চৌধুরী বলেছেন, সংস্কৃতি একটি সমাজের...