২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বহুল আলোচিত এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। পরিচালক নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর ওইদিনই সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হবে।বিসিবিতে পরিচালক পদে লড়তে হলে আগে কাউন্সিলর হতে হয়। বিভিন্ন ক্যাটেগরিতে থাকা কাউন্সিলরদের ভোটে ২৫ জন পরিচালক নির্বাচিত করা হয়। সেই পরিচালকদের ভোটে পরে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হয়ে থাকে। গত কয়েকটি বিসিবি নির্বাচনে কাউন্সিলদের সংখ্যা ছিল ১৭০ জনের পাশেপাশে। তবে এবার ভোটারের সংখ্যা বাড়বে।কাউন্সিলর মনোনয়নের সময় প্রশ্নবিদ্ধভাবে দুই দফা বাড়ানোর পর শেষ সময় ঠিক করা হয়েছে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর পর এদিন সন্ধ্যায়ই বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদন করা হবে কাউন্সিলর তথা ভোটার তালিকা।...