বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তাপ ক্রমেই বাড়ছে। সাবেক দুই জাতীয় অধিনায়ক তামিম ইকবাল ও আমিনুল ইসলামের দ্বন্দ্ব এখন প্রকাশ্যেই ছড়িয়ে পড়েছে। রাজধানীর ফারস হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম সরাসরি আক্রমণ করলেন বোর্ড সভাপতি আমিনুলকে। তার ভাষায়, ‘তিনি নাকি নির্বাচন বোঝেন না। তাহলে এমন চিঠি কীভাবে দিলেন! এই নোংরামিটা করা উচিত নয়।’৬ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর মনোনয়ন নিয়ে চলছে তীব্র টানাপোড়েন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়নে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ও তার সহযোগীরা আজ সংবাদ সম্মেলন করেন। সেখানে তামিম অভিযোগ করেন, সরকারের বিভিন্ন দপ্তর থেকে চিঠি পাঠিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে। তিনি বলেন, ‘আমি খুব অবাক হয়েছি, ক্যাবিনেট সেক্রেটারির অফিস থেকে চিঠি যাওয়া! এনএসসি থেকেও হস্তক্ষেপ হয়েছে। তাহলে নির্বাচনটা হচ্ছে কীভাবে?’অভিযোগের কেন্দ্রে আমিনুল ইসলাম,...