জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠেয় ‘আন্তর্জাতিক ইসলামী বইমেলায়’ এবার কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের এক নতুন সংযোজন সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো কোনও বইমেলায় কেবলমাত্র কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের লেখা লিটল ম্যাগাজিন নিয়ে হয়েছে লিটলম্যাগ কর্নারও। কওমি মাদ্রাসার তরুণ শিক্ষার্থীদের সম্পাদনায় প্রকাশিত লিটল ম্যাগাজিনগুলোকে প্রথমবারের মতো একত্র করে প্রদর্শনের এই উদ্যোগ নিয়েছে লিটলম্যাগ আন্দোলন। লিটলম্যাগ কর্নারে স্থান পেয়েছে শিক্ষা, সংস্কৃতি, ভ্রমণ, মুক্তগদ্য, চিন্তা, চিঠিপত্র, তর্জমা, শিল্প ও সাহিত্যভিত্তিক নানা ধরনের সাময়িকী। তরুণদের সৃজনশীল চিন্তা, নতুন লেখনী এবং ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে এসব পত্রিকায়। আছে তরুণ শিক্ষার্থীদের হাতে লেখা ও আঁকা ছবিতে পত্রিকাও। আগে যেখানে ইসলামি বইমেলা মূলত প্রাতিষ্ঠানিক গ্রন্থ ও প্রকাশনার মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেখানে লিটলম্যাগ কর্নার এনে দিয়েছে ভিন্নতর প্রাণচাঞ্চল্য। মেলায় আগত পাঠক, গবেষক ও তরুণদের মধ্যে ইতোমধ্যেই এই কর্নার ব্যাপক...