ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আফাজ উদ্দিন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও এই দেশকে নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। দু-একটি রাজনৈতিক দল এখনও ষড়যন্ত্রে লিপ্ত। এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাওলা এলাকায় মুহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রায় পাঁচশ’ পরিবারের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন।আফাজ উদ্দিন বলেন, দু-একটি দল পিআর পদ্ধতি নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। আমরা তাদের অনুরোধ জানাব- বিশৃঙ্খলা নয়, আসুন সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ি।তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশ বিনির্মাণ হবে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায়...