ভারতের সামনে আজ দুবাইতে বড় একটি স্কোর দাঁড় করানোর দারুণ সুযোগ পেয়েছিল পাকিস্তান। সাহিবজাদা ফারহান, ফাখর জামান এবং সাইম আইয়ুবরা যেভাবে উড়ন্তু সূচনা এনে দিয়েছিলেন, যেভাবে প্রথম ১০ ওভারে রান উঠেছিল, সেভাবে শেষ ১০ ওভারে রান ওঠেনি। যার ফলে ১৮৫-১৯০ রান হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত পাকিস্তান সংগ্রহ করতে পেরেছে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান। তবুও এই স্কোরকে চ্যালেঞ্জিং বলা যায়। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাইভোল্টেজ। সেখানে একটা চ্যালেঞ্জিং স্কোর না হলেও দর্শকরাও খেলা দেখে মজা পায় না। আজ পাকিস্তান শেষ পর্যন্ত ১৭১ রান করে সেই আবহটাই তৈরি করে দিলো। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামতে হয় পাকিস্তানকে। তবে তারা ওপেনিং জুটিতে পরিবর্তন আনে। সাইম আইয়ুবকে নামিয়ে আনা হয় ওয়ান ডাউনে। ওপেন করানো হয় ফাখর জামান এবং সাহিবজাদা ফারহানকে...