বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি'র ত্রয়োদশ কংগ্রেসের তৃতীয় দিনের কাউন্সিল অধিবেশনে ‘রাজনৈতিক প্রস্তাব’ উত্থাপন করেছে কেন্দ্রীয় কমিটি। এই প্রস্তাবে সাম্প্রদায়িকতা, সশস্ত্র সম্প্রদায়িক শক্তির বিপদ, রাষ্ট্রের ‘ফ্যাসিস্ট প্রবণতা’, গণতান্ত্রিক অধিকার সংকুচিত করার চেষ্টা, জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করার অপচেষ্টাসহ বিভিন্ন বিষয়কে গুরুতর বিপদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সারাদেশের ৪৫ জন প্রতিনিধি দলের কংগ্রেসের রাজনৈতিক প্রস্তাবের ওপর আলোচনা করেন বলে রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানানো হয়। কংগ্রেসের মুখপাত্র রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ ও মিডিয়া উপপরিষদের আহ্বায়ক লাকী আক্তার বিস্তারিত জানান। জনগণের শক্তিকে সংহত করে শক্তিশালী পার্টি গড়ে তোলার প্রত্যয় তুলে ধরে সিপিবির রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, “সাম্প্রদায়িকতা, সশস্ত্র সম্প্রদায়িক শক্তির বিপদ, রাষ্ট্রের ফ্যাসিস্ট প্রবণতা, গণতান্ত্রিক অধিকার সংকুচিত করার চেষ্টা, বিভিন্ন ক্ষেত্রে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করার অপচেষ্টা প্রভৃতিকে গুরুতর বিপদ বলে বিবেচনা করে। “এসব বিপদের...