দেশের শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে পরিচালক পদে নির্বাচনের জন্য চারটি ক্যাটাগরিতে ৭১ জন ব্যবসায়ী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচন কমিশনে এসব মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল হক টিম লিডার হিসেবে অর্ডিনারি ক্যাটাগরিতে ২২ জন, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ৮ জন এবং ট্রেড ও গ্রুপ ক্যাটাগরিতে ৬ জনের মনোনয়নপত্র জমা দেন। রোববার দুপুর আড়াইটায় নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দান শেষে এই ব্যবসায়ী নেতা যুগান্তরকে বলেন, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না। রাজনৈতিক প্রভাবমুক্ত চেম্বার গড়ে তোলাই আমার লক্ষ্য। আমাদের টিমের কনসেপ্ট হচ্ছে- আমরা টিম হিসেবে ফরম জমা দিলাম। আমরা চাই ইকোনোমিক রিফর্ম অব দি চিটাগং। আমরা বে-টার্মিনালের বাস্তবায়ন চাই। তিনি বলেন, আমরা জানি কমার্শিয়াল...