শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্তভাবে এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। ৪ উইকেটে জয়ে পেছনে প্রথমে বোলারদের এবং পরে ব্যাটারদের দারুণ অবদান ছিল। তাই ম্যাচ শেষে পেসার মোস্তাফিজ ও ওপেনার সাইফ হাসানের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক লিটন বলেন, ‘এশিয়া কাপের আগে আমরা কয়েকটি সিরিজ খেলেছিলাম, সেখানে লক্ষ্য তাড়া করে জিতেছি। তাই জানতাম আমাদের ব্যাটিং ইউনিট ভালো অবস্থায় আছে।’ তিনি আরও বলেন, ‘আমরা জানি, মোস্তাফিজ কতটা কার্যকর। উইকেট খুব ভালো ছিল। ১৯ এবং ২০তম ওভার মোস্তাফিজ এবং তাসকিন ম্যাচের চিত্র বদলে দিয়েছে। এক সময় দেখা যাচ্ছিল শ্রীলঙ্কা ১৯০ রান করবে।’ বাংলাদেশের ইনিংসের শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন সাইফ। তার ও লিটনের ঝড়ো ব্যাটিংয়ে ৬ ওভারে ৫৯ রান তুলে...